সিমান্ত মোল্লা জেলা প্রতিনিধি শরীয়তপুর ;
আজ রোজ রবি বার শরিয়তপুর জেলার জাজিরাপৌর সভার ৭.নং ওয়ার্ড ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীগের সকল সহযোগি সংগঠনের আয়োজনে মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ইকবাল হোসেন অপু মিয়ার শুভ জন্মদিন উদযাপন ও দোয়ার আয়োজন করা হয়
এ সময় উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার ৭.নং ও য়ার্ড আওয়ামীগের সকল সহযোগি সংগঠনের নেতাক র্মীরা কেক কাটার পাশাপাশি সকলে মিলে ছোলোগান ধরেন শুভ শুভ শুভ দিন প্রিয় নেতার জন্মদিন পর সকলে মিলে জন নেতা জনাব ইকবাল হোসেন অপু মিয়ার জন্য দোয়া করে এবং তার দীর্ঘ আয়ু কামনা করেন।
এ সময় নেতাকর্মীরা বক্তব্য রাখেন উক্ত বক্তব্যে তারা বলেন পিয় নেতা জনাব ইকবাল হোসেন অপু মিয়ার সাথে আমরা ছিলাম আছি থাকবো তাকে নিয়ে আমরা বহু দূর যেতে চাই এবং তার দীর্ঘ আয়ু কামনা করছি। আমরা সকলে”জয় বাংলা জয় বঙ্গবন্ধু”