রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
আদালতের নির্দেশ অমান্য করে শরীয়তপুরের জাজিরার পূর্বনাওডোবা ইউনিয়নের একটি চক্র বিরোধপূর্ণ ভূমি দখ লের চেষ্টা করছে। স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের যোগসা জশে কোটি টাকা মূল্যের ওই জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া যায়।জমির মালিক মোঃ ইসমাইল মাদবরের অভিযোগ,শরীয়তপুরের জাজিরার ৯৭ নং দিয়ারা গোপালপুর মৌজার বিআরএস ১৫৬০ নং দাগে ৩৫ শতাংশ জমি ওয়ারিশ সুত্রে তারা মালিক। এই জমি নিয়ে দুইপক্ষের মধ্যে মামলা চলছে।
মামলা বিচারাধীন থাকা অবস্থায় জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের তাহের মাদবর কান্দি গ্রামের তোফাজ্জেল মাদবর ও সেলিম মাদবর বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করেন।তোফাজ্জেল মাদবর ও সেলিম মাদবর যাতে এই বিরোধপূর্ণ জমি দখল করতে না পারেন সেজন্য ইসমাইল মাদবর বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত -২ শরীয়তপুরে একটি মামলা করেন।
আদালতের নিদের্শের পরও তোফাজ্জেল মাদবর ও সেলিম মাদবর গত ৩১ আগষ্ট ভোরে জমি দখলের চেষ্টা করেন। এবং তাদের বিরুদ্ধে ভাড়া করে সন্ত্রাসী এনে উক্ত জমিতে ঘর উঠানোর অভিযোগ উঠেছে।
উক্ত বিষয় সম্পর্কে ইসমাইল মাদবর পদ্মাসেতু দক্ষিণ থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জমি সংক্রান্ত বিষয়ে তোফাজ্জেল মাদবরের কাছেজানতে চাইলে তিনি বলেন, আমরা উক্ত জমি ক্রয় করেছি। আমা দের কাছে জমির যাবতীয় কাগজ আছে। আপনারা কাগজ পত্র দেখতে পারেন।তিনি আরও বলেন ইসমাইল মাদবর আমাদের ক্রয়কৃত জমিতে মাটি ভড়াট ও ঘর উঠাতে বাধা দিচ্ছে।
পদ্মাসেতু দক্ষিন থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মামলা-মোকদ্দমা রয়েছে।যেহেতু মালিকানা বিষয়ে তদন্ত চলছে,তদন্ত শেষে রায় যে পক্ষ প্রাপ্ত হবেন তিনিই জমির মালিক।এ ঘটনায় আইনশৃংখলার অবনতি না হয় সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।