রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।আহতরা হলেন,বিকেনগর ইউনিয়নের মোড়ল কান্দি গ্রামের, রাজ্জাক শেখ (৬৫), তার ছেলে নাজমূল হোসেন(৩০) এবং তার ফুফাতো ভাই শাহাবুদ্দিন(৩৫)।রবিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মোড়ল কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় রাজ্জাক শেখের ভাতিজা শাহজাহান শেখ বাদী হয়ে জাজিরা থানায় ১০জনের নাম উল্লেখ করে ৪/৫ অজ্ঞাতসহ ১৪ জনকে আসামী করা হয়েছে।
মামলায় আসামীরা হলেন যথাক্রমে,১। ইলিয়াস খান (৪৫ ) পিতা নজরুল ইসলাম খান,২। শাহবুদ্দিন খান( ৫০),৩।শাহালোম খান(৪৮),৪।মোঃ কামরুল খান(৩৮),৫।শামীম খান(৩০) সর্ব পিতা আঃ জব্বার খান,৬। শামসুল হকখান (৫৫),৭। ফয়জল হক খান(৪৮),৮। নুরুল হক খান (৩২ ) সর্ব পিতা মোসলেম উদ্দিন খান,৯। ফরহাদ খান(২৫) পিতা ফয়জল হক খান,১০। হারুন তালুকদার (৪০) পিতা আহমেদ তালুকদার।
জানা যায়, রাজ্জাক শেখ ও ইলিয়াস খানের সাথে দীর্ঘদিন যাবৎ ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে রবিবার (২৪সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিমাংশার জন্য বসলে ইলিয়াস খান তা না মানিয়া তাদের দলবল নিয়ে রাজ্জাক শেখের উপর দেশীয় অস্ত্র, রাম দা, চাইনিজ কুড়াল নিয়ে আক্রমন করে।
পিতার উপর আক্রমন করায় রাজ্জাক শেখের ছেলে ও তা র ফুফাতো ভাই মিলে তাকে বাচাতে গেলে তারাও গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে দুইজন জাজিরা হাসপাতালে ভর্তি রাখে এবং একজনের স্বাস্থ্যের অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কাছে অভিযোগে এসেছে।তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।