রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং বিস্তারে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাজিরাউ পজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আইন বিষয়ক প্রশিক্ষণে ইউএনও এ আহ্বান জানান।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন,দেশীয় মাছ খাবা রের চাহিদা মেটায় এবং পুষ্টি ও আমিষের চাহিদা মেটা য়। মাছের পাশাপাশি শামুক ও ঝিনুকের নানা প্রকার উপযোগিতা রয়েছে।দেশীয় মাছ এবং শামুকের বিস্তার ও সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।পাশাপাশি দেশের প্রচলিত ও অপ্রচলিত সব ধরনের মৎস্যসম্পদ সংরক্ষণেও কাজ করতে হবে।
মৎস্য সম্পদের প্রতি আমরা যত বেশি যত্নশীল হবো, তত বেশি এ খাতের বিকাশ হবে।এ খাত বিকশিত হলে খাবারের চাহিদা পূরণ হবে, আমিষের যোগান হবে। প র্যাপ্ত উৎপাদন হলে মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশি ক মুদ্রা অর্জন সম্ভব হবে।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্টদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য এ সময় আহ্বান জানান ইউএনও।
জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল শরীফের সভাপতিত্বে শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।