রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় লাউখোলা এ.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুছ সালাম মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।গতকাল বৃহস্পতিবার (১৬নভেম্বর) সকাল ১০টার সময় ওই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক তার ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করেন। যখন যা খুশি তাই করছেন। এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের জন্য তিনি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছেন।
দুইবার টেষ্ট পরীক্ষার পর দ্বিতীয় বার ফল প্রকাশ ছাড়াই ইচ্ছামত ছাত্র-ছাত্রীদের ফরম পূরণ করেছেন। এছাড়া তিনি ফরম পূরণের জন্য ৩৫০০- ৪ হাজার টাকা নিয়েছেন।
এমনকি স্কুলের সহকারী শিক্ষক ইমরান হোসেন তার কাছে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতে বাধ্য করতো। প্রাইভেট না পড়লে ফেল করিয়ে দিবে বলে হুমকি প্রদান করতো। প্রধান শিক্ষকের কাছে উক্ত বিষয় সম্পর্কে জানালেও তিনি কোনো সমাধান করেন নি।
এসময় এমন নানা অভিযোগে তারা প্রধান শিক্ষককে স্বেচ্ছাচারী উপাধি দিয়ে তার পদত্যাগ দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক আবদুছ সালাম একজন স্বেচ্ছাচারী। তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন সময়ে নানা অজুহাতে টাকা আদায়সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হয়রানি করে আসছেন। এ বিষয়ে প্রতিবাদ করলেও তিনি তাতে কর্ণপাত করেন না এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুছ সালাম মিয়া বলেন, একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে লেগেছে। তারা আমাকে বেকায়দায় ফেলতে কিছু শিক্ষার্থী ও অভিভাবকদের দিয়ে এগুলো করছে। কোনো শিক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র এবং ফরম পূরণের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। তবে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিষ্ঠানের পাওনা বকেয়া টাকা আদায় করা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, মানববন্ধনের কথা শুনেছি। সরেজমিনে পর্যবেক্ষণ করে বিস্তারিত জানানো যাবে।