July 27, 2024, 3:34 am
শিরোনামঃ
কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন উলিপুরের থেথরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃ/ত্যু : লাখো মানুষের ভীর শাহজাদপুরে দেশী মদের দোকান সিলগালা করায় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ জামালপুর জেলায় ধান – চাউল সংগ্রহের চিত্র ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি ১৬২ সদস্যকে ডিএমপির কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান উপবৃত্তির অর্থ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ, মাউশির জরুরি বিজ্ঞপ্তি বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি”র ওসি ফারুক হোসেন ঘুরেফিরে প্রভাবশালীরা ঢাকায়, গণপূর্তের ৫ নির্বাহী প্রকৌশলীর বদলি সিটিসি ডা: গোলাম রব্বানীই শেষ কথা: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে কসাইখানা নির্মাণে ভয়াবহ দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় প্রানিসম্পদ অফিসের দূর্নীতি তথ্য ফাঁস

Reporter Name

নিজস্ব প্রতিবেদন দৈনিক মুক্তিযুদ্ধা ৭১ সংবাদ:

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার প্রানিসম্পদ অধিদ প্তর, যুবকশ্রেনী ও মধ্যবিত্তদের কাছে বিপদের বিষফোরা হিসাবে পরিচিত একটি হাসপাতাল।অভিযোগ আছে প্রকল্পের ঘড় তোলার নামে, বিভিন্ন নামের টাকা আত্মসাত চেস্টার পাশাপাশি,ডাক্তারদের অপচিকিৎসা দিয়ে,বিপদে ফেলে ফিসের নামে টাকা আদায়ের এবং ঔসধ দিয়ে দাম রেখে দেওয়ার পাশাপাশি,গরু অসুস্থ বানিয়ে বিক্রি করতে বাধ্য করায়।

গত ৬ই আগস্ট প্রানিসম্পদ অধিদপ্তরের আওতায় ৪০ জন ক্ষুদ্র পরিসরের মুরগির ক্ষামারির জন্য সরকার হতে ঘড় বা মুরগির ফিডসেট তুলে দেওয়ার জন্য টাকা বরাদ্দ হলে,ক্ষামারিরা তা চেকের মাধ্যমে ব্যাংক হতে তুলতে যায় কিন্তু প্রানিসম্পদ অধিদপ্তরের প্রকল্পের এল,এফ,এ আকা শ ও ড্রাইভার কাইয়ুম প্রায় ১১জন হতে চেক গুলো সাইন করায়ে জমা দিলে ৭ জনের টাকা উঠিয়ে ফেলে বাকি ৪ জনের সাইনের অমিল হলে চেক আটকিয়ে দেন ব্যাংক কতৃপক্ষ।তখনি সাংবাদিকদের কাছে ক্ষামারিরা অভিযোগ করেন তাদের টাকা তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছেনা।

বিষয়টি ব্যাংক ম্যানেজারকে অবহিত করলে তিনি প্রানিসম্পদ কর্মকর্তার সাথে কথা বলেন ও ঐ দুই স্টাফকে সকলের টাকা ফেরত দিতে বলেন, এবং যার যার চেক তার হাতে দিতে বলেন।এরপর সেখান থেকে বাইরে এসে প্রকল্পের ড্রাইভার সাংবাদিকদের সামনেই ক্ষামারিদের দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তাদের সাথেও দূর্ব্যাবহার করেন।

অপরদিকে রেহেনা বেগম (ছদ্ম নাম) বড়কান্দি ইউনিয়নের নদি ভাংগা পরিবার,তিনি বলেন ডাঃ সোহাগ তার কাছ থেকে প্রতিবারি ২হাজার টাকা করে ফিস নিয়ে ২বারে ৯ হাজার টাকার ঔসধ পেসক্রাইব করেন,তারপরো তার গাভি সুস্থ্য না হলে,তার কপাল খারাপ বলে আর চিকিৎসায় জাননি।সাগর মিয়া বড়কান্দি ইউনিয়নের বাসিন্দারো একি অভিযোগ।

আবার প্রানি সম্পদ কর্মকর্তা বা বড় ডাক্তার মেহিদি হাসা নের বিরুদ্ধে,গাভির পেটের ভিতরে হাত দিয়ে বাচ্চা দেখ তে গিয়ে,সেই গাভিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে,অসুস্থ গাভিকে বিক্রি করার পরামর্শ দেওয়ার অভিযোগ করেছে ন,আকতার ঢালি মনিরুদ্দিন সরদার কান্দির একজন গাভি র মালিক।এসকল অভিযোগ নিয়ে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ঘরের টাকার বিষয়টি সম্পূর্ন ভুলবোঝাবুঝির একটি বিষয়,টাকা নিয়ে তারা ঘড় উত্তোলন করে দিতেন, যেভাবে নকশা দেওয়া হয়েছে।

এতো অল্পটাকায় যা ক্ষামারিদের পক্ষে করা সম্ভব না আবা র তাদের জনবল সংকটের কারনে ১৩টি ইউনিয়নের সব খানে সমভাবে সেবা দেওয়া সম্ভঃপর না।আর ফিশের হিসাবে তারা বলেন এটা আমরা রোগির সামর্থ্য অনুযায়ী নিয়ে থাকি।সরকার হতে কোন বাধা ধরা নিদৃস্ট ফির নিয়ম নেই।এমতাবস্থায় সাধারন ক্ষামারি ও জনগনের দাবি এ বিষয়গুলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page