November 13, 2024, 2:18 pm
শিরোনামঃ
৭৪ বছরের ইতিহাসে বিরল ঘটনা, একসঙ্গে ধেয়ে আসছে ৪ ঘূর্ণিঝড় বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ বক্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান ও জবাবদিহিতা দেখতে চায় যুক্তরাষ্ট্র’ ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ত্রিশাল বিদ্যুৎ সরবরাহে গ্রাহক সেবার মান বৃদ্ধি আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে প্রেস রিলিজঃ ঢাকায় ভারতীয় নাগরিকের মৃত্যু” গোপন বৈঠক থেকে ১৮ আ.লীগ নেতা আটক সম্প্রীতির দেশ গঠনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে একে অপরকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান ভারতকে এড়িয়ে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারবে না: কলকাতার মেয়র
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Reporter Name

মোঃরিয়াজ উদ্দিন চট্টগ্রাম।

চট্টগ্রামের বায়েজিদ থানা সংলগ্ন স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজের মাঠে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগরের নিজ কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মোঃ জহরুল ইসলাম রেজার সভাপতিত্বে
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজুল ইসলাম,সাবেক সংসদ সদস্য,চেয়ারম্যানের শিল্পবিষয়ক উপদেষ্টা, জাতীয় পার্টি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান,জাতীয় পার্টি,আহবায়ক জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শফিকুল আলম চৌধুরী,সদস্য জাতীয় পার্টি,সদস্য সচিব,জাতীয় পার্টি,চট্টগ্রাম উত্তর জেলা।

বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পা‌র্টি, কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য  ও চট্টগ্রাম উত্তর জেলার সদস‌্য স‌চিব স‌ফিক উল আলম চৌধুরী, কেন্দ্রীয় ক‌মি‌টির সদস‌্য হাজী শওকত আকবর,চট্টগ্রাম ঊত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মেজবাহ উ‌দ্দিন আকবর,জাতীয় যুব জাতীয় যুব সংহ‌তি চট্টগ্রাম ঊত্তর জেলা আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস‌্য স‌চিব  মুসা তালুকদার, জাতীয় ম‌হিলা পা‌র্টি সাংগঠ‌নিক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টি, চট্টগ্রাম মহানগ‌রের ম‌হিলা বিষয়ক সম্পা‌দিকা কাজী প্রিয়া আক্তার মুক্তা, নগর তরুণ পা‌র্টি সাধারণ সম্পাদক ওসমান গ‌ণি, নগর জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টির  যুগ্ম আহ্বায়ক এম আজগর আলী, সফিউল আলম শ‌ফি, আবদুর রব, মোঃ মাঈন, শ‌ফি,যুব নেতা কামাল উ‌দ্দিন মাসুদ, মোঃ রন্জু অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,১৯৮৩ সালে এই দিনে সাবেক সফল রাষ্ট্রনায়ক এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বেচ্ছাশ্রম, অর্থনৈতিক মুক্তি ও ইসলামি মূল্যবোধ শ্লোগানে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি প্রতিষ্ঠা করেন।

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সব সময় জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে কাজ ক‌রে যা‌চ্ছে।আজ বিশ্ব প‌রি‌স্থি‌তি সংকটাময়, এমন সংকটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন।

আজ সাধারণ মানুষ বাজার কর‌তে গে‌লে মানুষ কান্না ক‌রে খা‌লি হা‌তে ফি‌রে আ‌সে, মানু‌ষের আ‌য়ের চে‌য়ে ব‌্যয় বে‌ড়ে গিয়েছে, ভোট বিহীন অ‌বৈধ সরকারের কিছু নেতা ও আমলারা দেশটা‌কে লুটপাট ক‌রে খা‌চ্ছে, সাধারণ মানু‌ষের মে‌ৗ‌লিক অ‌ধিকার নাই, মানুষ ভোট টা পর্যন্ত দি‌তে পা‌রে না, জনগ‌ণের সকল মৌ‌লিক অ‌ধিকার ফি‌রি‌য়ে দি‌তে ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন কর‌তে ‌জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টি সবর্দা সাধারণ মানুষ‌কে নি‌য়ে কাজ ক‌রে যা‌চ্ছে। বর্তমা‌ন দে‌শে সংকট ও অ‌স্থিরতা তৈ‌রি হ‌য়ে‌ছে এর থে‌কে উত্তর‌ণের জন‌্য ও দে‌শের মানুষ‌কে শা‌ন্তি ফি‌রি‌য়ে দি‌তে আগামী দি‌নে জাতীয় পা‌র্টি সরকার গঠ‌নের বিকল্প নাই, আগামী নির্বাচ‌নে জাতীয় পা‌র্টি ৩০০ আস‌নে প্রার্থী দিবেন।

পল্লীবন্ধুর ৯ বৎসরে শাসনামল ছিল দেশ ও জা‌তির জন‌্য সোনালী যুগ, সল্প বা‌জেট দি‌য়ে দেশ ও জা‌তির জন‌্য যে অবকাঠা‌মো ও অন‌্যান‌্য উন্নয়ন ক‌রে‌ছেন তা অ‌বিস্মরণীয় হ‌য়ে‌ থাক‌বে,তি‌নি উপ‌জেলা পদ্ধ‌তির মাধ‌্যমে প্রত্যেক নাগ‌রি‌কের অ‌ধিকার বাস্তবায়ন ক‌রে‌ছি‌লেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা ক‌রে‌ছি‌লেন, শুক্রবারকে সক‌লের জন‌্য সাপ্তা‌হিক ছু‌টি‌ ঘোষণা ক‌রে‌ছি‌লেন। প্রত্যেক ধর্মের উপসনাল‌য়ের বিল মওকুফ ক‌রে‌ছি‌লেন।



Our Like Page