প্রথম বাংলা – চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ মৌসুমে জামালপুর জেলায় চলছে বোরো ধান ও চাউল সংগ্রহ কার্যক্রম।
সরকারি খাদ্য গুদাম গুলোতে জেলার বোরো চাউল সংগ্রহের লক্ষ্য মাত্রা ৩৪ হাজার ৪ শ ১৩ মেঃটন।
১৪ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত চাউল ত্রয় করা হয়েছে ১৭ হাজার মেঃটন।
ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা জেলায় ১২ হাজার ৬শ মেঃটন। ধান ক্রয় করা হয়েছে ১২শ মেঃটন।
আতব চাউল ত্রয় এর লক্ষ্য মাত্রা হচ্ছে ১ হাজার ৪শ। ক্রয় করা হয়েছে ১৪৬ মেঃটন।
জেলা খাদ্য বিভাগ সুত্রে জানা যায় জেলার ৭টি উপজেলায় সরকারি খাদ্য গুদাম ( এলএসডিতে) ক্রয় কার্যক্রম চলছে।
খোঁজ নিয়ে জানা যায় জেলার বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ সহ কয়েকটি খাদ্য গুদাম ( এলএসডিতে) ভারপ্রাপ্ত কর্মকর্তা দের গাফিলতির কারনে ধান সংগ্রহে ধীরগতি দেখা দিয়েছে।
চাউল সংগ্রহে ভারপ্রাপ্ত কর্মকর্তার উৎকোচ দাবীর কারনে ধীর গতি দেখা দিয়েছে।
বকশিগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি” র মতামত জানতে একাধিক বার ফোন দিয়ে পাওয়া যায়নি।