প্রথম বাংলা – প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ ২৭ এপ্রিল জামালপুর জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ,এ সময় প্রধান বিচারপতি মহোদয়কে সার্কিট হাউজ,জামালপুরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকষ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও জামাল পুর জেলার বিচার বিভাগ ও জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরবর্তীতে প্রধান বিচারপতি জামালপুর বিচার বিভাগের কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং জেলা ও দায়রাজজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।