কলমেঃ সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃ
দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা: সিনিয়র রিপোর্টার।
বসন্তের প্রথম প্রহরে
নব পত্রপল্লবের সমারোহে;
তোমার শুভাগমন,
আমাদের প্রাণঢালা অভিনন্দন-অভিনন্দ!
তোমার ওই উজ্জ্বল আভায় দেখছি আলোকিত,
প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে;
সবুজ কিশালয় শান্ত স্নিগ্ধি পরম আনন্দিত।
সমর ক্ষেত্রে দাঁড়িয়ে সম্ভবনাময় সৈনিক তোমার নেইকো জুড়ি,
বাঁধা যতই আসুক তুমি যেন কামিয়াবি হতে পার;
তুমি দীর্ঘজীবি হও সৃষ্টিকর্তার কাছে শ্রদ্ধাচিত্তে এই প্রার্থনা করি।