কবিতা নাম: অবিচার
লিখিকা: ইলা ইয়াছমিন
পাঠক: এমডি ইলিয়াছ
ঝন ঝন পায়ের নাচের শব্দ
শুনিতে ব্যাকুল হয়,
মদ্যপানে বিভোর হইয়া
রমণীরে বুকে লয়।।
ক্ষুধা মেটানোর অণ্ণ যেমন
নারীর দেহ তরী
আর যেন কোন কাজ নেই তার
ভোগ করিতে আহাজারি।।
কত বিভাগীরা ভুবন ছাড়িল
কত মাতা হইলো কবর
গর্জে ওঠেছে মহাজনেরা
রাখে না কারোর খবর।।