November 19, 2025, 7:10 am
শিরোনামঃ
শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ফেইসবুকে পোস্ট দেখে অসহায়ের বাড়িতে খাদ্য সহায়তা পাঠালেন নেত্রকোনা জেলা প্রশাসক নরসিংদীর ‌শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম যমুনা অয়েলে অভিনব পদ্ধতিতে ডিজিএম হেলাল উদ্দিনের নেতৃত্বে জালানি তেল চুরি তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক : বাণিজ্য উপদেষ্টা কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্টলাইনের যোদ্ধা : খাদ্য উপদেষ্টা শ্যালিকাকে গণধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড উপজেলা ভূমি অফিসে নিরাপত্তা ও স্বচ্ছতার কারণেই বড় গেইট বন্ধ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিন্তে তথ্য অধিকার আইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে- সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ চট্টগ্রাম কাস্টম হাউসের”ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা ও ৫ ব্যবসায়ী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ; নারী সহ আহত ১১

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের নারীসহ ১১জন আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের গড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো মো. লিটন (৪০), ফজলুল হক রাড়ি (৭৫), মো. জাহিদ (৩৫), মো. হিরন (২৩), রাহেলা বেগম (৬০), মো. রাহুল (১৯), সালেহা বেগম (৫০), আব্দুস সালাম (৪৫), মো. কালাম হাওলাদার (৩৮), সালেহা বেগম (৭০), হারেজ (৩০)।

এক পক্ষের আহত ফজলুল হক রাড়ি জানায়, রবিবার সকালে তাদের বাড়ির গাছ কর্তন করতে গেলে সালাম, কালাম সহ ৬/৭ জনে বাধা দেয়। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে প্রতিপক্ষরা দেশীও অস্ত্র দাও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ তাদের ৭জন আহত হয়।

অপর পক্ষের আহত কালাম হাওলাদার জানায়, ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে তাদের একটি গাছ আমাদের বাড়ির উপর পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সকালে তারা আবার গাছ কর্তন করে আমাদের বাড়িতে ফেলতে চাওয়ায় বাধা দেই। তারা কথা না শোনায় তাদের সাথে মারামারি হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. আকরাম হোসেন নিসান জানান, আহতদের মধ্যে একজনকে ভর্তি রেখেছি। চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লিখত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনাগত ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST