গোপালগঞ্জ বিশেষ প্রতিনিধি মোঃ তপু শেখ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় উপজেলার এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ঐ কৃষক পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।টুঙ্গিপাড়া উপজেলার দুই নং বর্নি ইউনিয়নের চার নং ওয়ার্ডের উওর বাশুড়ীয়া গ্রামের মৃত আসলাম শেখের ছেলে মোঃ সোহা গ শেখের বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় তার মেয়ে শিউলি অসুস্থ থাকায় তাকে নিয়ে গোপালগঞ্জ হাসপাতালে ছিলেন বাড়ির সবাই রাত আনুমানিক বারো টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে,কিন্ত ততক্ষন সময়ের মধ্যেই ঘরে থাকা ধান,বাড়ির আসবাবপত্র সহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায় । বাড়ির মালিক সোহাগ শেখে বলে মেয়েকে নিয়ে আমরা হাসপাতালে ছিলাম বাড়িতে কেউ ছিলোনা আগুনে পুড়ে আমার সর্বশ্য শেষ হবে গেছে এখন আমার আর কোন উপায় নেই।
এ ঘটনা জানতে পেরে স্থানীয় চেয়ারম্যান মিলিয়া আমিনুল ঘটনা স্হান পরিদর্শন করেন এবং ঘর তৈরি সহ সব ধরনে র সহযোগিতার আশ্বাস প্রদান করেন।