আব্দুস সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ
প্রতিদিন নিয়মিত সরকারি ছুটি বাদে অফিসে বসার কথা থাকলেও অফিসে বসেন না, পরিতোষ এবং আসাদ নামে দুই কর্মকর্তা।
কৃষকদের সেবা দেওয়া কথা থাকলেও এবং দায়িত্ব থাকা ওয়ার্ডে গিয়ে কৃষকের সমস্যা সমাধান করার কথা থাকলেও,
সরকারি নিয়ম নিয়মনীতির তোয়াক্কা না করে অফিসে বসেন না। এতে হয়রানির শিকার হচ্ছে কৃষক। অফিসের সামনে নেই সাইনবোর্ড,নেই যোগাযোগ ব্যবস্থা।
ঠাকুরগাঁও সদর উপজেলা ১৩নং গড়েয়া ইউনিয়ন কৃষি অফিসের এমন অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে দেখা যার….ইউনিয়ন কৃষি কর্মকর্তার অফিসে তালা দেওয়া ও নেই সাইনবোর্ড।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা পরিতোষ বর্মনের সাথে ফোনে কথা বললে ,তিনি বলেন এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না,আপনি উপজেলা কর্মকর্তার সাথে যোগাযোগ করেন – উনি বিস্তারিত বলবে,আমি কখন অফিস খুলি ও কি কি কাজ করি বলবে – সাইনবোর্ড সম্পর্কে বলেন নষ্ট হয়েছে, নতুন একটা লাগাবো।শেষে ফালতু বলে সাংবাদিকের ফোন কল কেটে দেয়।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,এভাবে বলার কোন সুযোগ নেই, অফিসিয়ালি ভাবেও বলা ঠিক নয়,মাঠ পর্যায়ে কৃষকদের সুযোগ-সুবিধা দেওয়া ও কৃষি সমস্যা দেখা ও সমাধান দেওয়ার দায়িত্ব। বিষয়টি আমি দেখতেছি।