স্টাফ রিপোর্টার – রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ঢাকা কাস্টম হাউস এর দ্বিতীয় তলায় ২১৪ নং রুম প্রতিদিন লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় দ্বিতীয় তলায় ২১৪ নং রুমে ডেপুটি কমিশনার এর রুমে আমদানি করা পণ্য ছাড় করতে সরকারি শুল্ক কর পরিশোধের পর ডেপুটি কমিশনার কাছে পেপার সাক্ষর ও পরীক্ষার জন্য আসতে হয়। আর এ সুযোগে সিপাই সানি রহমান প্রতি পেপারে ৫ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয় বলে একটি সুত্রে জানা যায়।
অফিস শেষে বহিরাগত ওমেদার ঘুষের টাকা নিরাপদে পৌঁছে দেয়।
সিপাই সানি রহমান
আমদানি করা পণ্যর কাগজ পত্র পরীক্ষার নামে প্রতিদিন কয়েক লক্ষ টাকা ঘুষ বাণিজ্য করছে।
এ ব্যাপারে ডেপুটি কমিশনার সমরজিৎ দাস এর বক্তব্য জানতে একাধিক বার যোগাযোগ করতে চাইলে সম্ভব হয়নি।
অপরদিকে হল রুমের তৃতীয় তলায় বগিরাগত গোলাম মোস্তফা কাছে সিএনএফ এজেন্ট গণ জিম্মি তাকে টাকা না দিলে রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তার সাক্ষর মেলে না।