স্টাফ রিপোর্টার – ঢাকা গণপুর্ত বিভাগের বৈদ্যুতিক ও যান্ত্রিক উপ বিভাগীয় প্রকৌশলী ই/এম ১১ এর কার্যাল য় ঘুষ,দুর্নীতি অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে।
জানা যায় উপ বিভাগীয় প্রকৌশলী ইয়াসিন আলী পছ ন্দের ঠিকাদার দের কাজ থেকে অগ্রিম ঘুষ নিয়ে বৈদ্যু তিক মেরামত ও রক্ষণাবেক্ষণ এর কাজ দিয়ে থাকেন ।গত অর্থ বছরে উপ বিভাগের অধিনে সাভার উপজে লায় বিভিন্ন বিভিন্ন সরকারি দপ্তরে নাম মাত্র মেরামত ও রক্ষণাবেক্ষণ এর কাজ করে বরাদ্দের সিংহ ভাগ টাকা ভাগবাটোয়ারা করেছেন।
সাভার উপজেলায় কোর্ট বিল্ডিং,জনপ্রশাসন মন্ত্রণাল য়ের অধিনে কর্মকর্তাদের প্রশিক্ষণ কেন্দ্রে নাম মাত্র মেরামত কাজ করা হয়।
অপরদিকে উপ বিভাগের অধিনে মিরপুর”এলাকায় বিভিন্ন সরকারি অফিস ও বাসাবাড়িতে নাম মাত্র মেরামত ও চুনকাম, চুনকাম এর কাজ করে বরাদ্দের সিংহ ভাগ টাকা ভাগবাটোয়ারা করা হয়েছে ( ক্রমশ)।