রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
আগামী বছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র ও শরীয়তপুর-১ আসনের নৌকার মানোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম কোতোয়ালের নির্দেশনায় তার সমর্থক বৃন্দরা স্বাধীন নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা করেছে
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রফিকুল ইসলাম কোতোয়া লের বাসভবন থেকে একটি আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা প্রেমতলা-শরীয়তপুর সদর প্রদক্ষিণ করে আঙ্গারিয়া বাজারে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান খান, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম কোতোয়াল, ডোমসার ইউনিয়নের সদস্য আওয়ামী লীগ নেতা আজগর খাঁন, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ তফশিল ঘোষণা করেন।
সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী,মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর,মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর।রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর,রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর,নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি রোববার।