April 22, 2025, 3:35 am
শিরোনামঃ
টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার অভিযোগ এসআই মাছুদ জামালি’র বিরুদ্ধে শাহজাদপুরে মাচাল তৈরিকে কেন্দ্র করে যুবক নিহত, জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় বিপাকে পড়েছে গোটা পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না :মির্জা ফখরুল ময়মনসিংহে ডিবি হেফাজতে অমানষিক নির্যাতন যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা ময়মনসিংহ অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তারাগঞ্জ চলছে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানা

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ-রংপুর জেলার তাড়াগঞ্জ উপ জেলার বুড়িরহাট বাজারের পাশ্বে কাংলা চড়া নামক এলাকার আজিজুল চেয়ারম্যান এর পুকু রের পাড়ের উপর স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালি য়ে সিসা তৈরির কারখানা।

এই কারখানার মালিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মহিমাগঞ্জ এলাকার ১।মোঃ আব্দুর রাজ্জাক।এই কারখানার দুষিত ধোঁয়ায় এলাকা বাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, নাম প্রকা শে অনিচ্ছুক এলাকার অনেকেই জানান প্রতি দিন রাত ০৯:০০ হইতে ভোর ০৪:০০ ঘটিকা পর্য ন্ত এরা ব্যাটারীর প্লেট আগুনে জ্বালিয়ে সিসা তৈরী করে।

যখন পুরাতন ব্যাটারীর প্লেট আগুনে জ্বালিয়ে সিসা তৈরী করে তখন এই কারখানা দুষিত ধোঁয়া ও বিশ্রি গন্ধে আশেপাশের গ্রামের লোকজনের নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।তাঁরা আর ও জানান রাতে যখন ব্যাটারীর প্লেট আগুনে জ্বা লিয়ে সিসা তৈরীর কাজ করা হয়,তখন কার খা নার আশেপাশের দুই তিন কিলোমিটার এলাকা জুড়ে গন্ধ ছড়ায়।এই এসিডের ধোঁয়া আশে পা শের গ্রামে বাড়ির ভিতরে ঢোকে ও বসবাসকারী লোকজনের চোখ মুখ প্রচুর জ্বালা করে নিশ্বাস নিতে অনেক কষ্ট হয়।

বিশেষ করে বৃদ্ধ ও ছোট শিশুরা এই কারখানার ধোঁয়ার কারণে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।কারখানাটি রাস্তা সংলগ্ন হওয়ার দিনের বে লায়ও এই কারখানার এসিডের গন্ধে কোমলম তি শিশুদের ও এলাকাবাসীর রাস্তা দিয়ে চলাচল করা কষ্টস্বার্ধ হয়ে পড়েছে।এই কারখানা দুটির দু ষিত ধোঁয়া ও এসিড পানির জন্য নষ্ট হচ্ছে আশে পাশের মাঠের ধান পাট রবিশস্য।

তারা আরও জানান এই কারখানার আশপাশের জমির ঘাস কেটে এলাকাবাসী গবাদিপশুকেও খাওয়াতে পারছেনা পশুর মৃত্যুর ভয়ে।এই কার খানাটি একদিকে চেয়ারম্যানের যায়গায় ও স্থানী য় কিছু নেতার ছত্রছায়ায় চলার কারনে বিভিন্ন মামলা হামলার ভয়ে কেউ মুখ খুলে কিছু বলার সাহস পাচ্ছেনা।

কারখানার শ্রমিকদের গণমাধ্যম কর্মীরা জিগ্যেস করলে আপনারা এই কারখানায় কাজ করেন কিভাবে এরতো প্রচুর গন্ধ,আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কিছু বলেনা?শ্রমিক বলেন থানা পুলিশ তেমন কিছু বলেনা কিন্তু উপজেলা প্রশা সন বা এ্যাসিল্যান্ড, পরিবেশ অধিদপ্তরের লোক জনকে কেউ জানালে তারা ভ্রাম্যমাণ আদাল তের মাধ্যমে বন্ধ করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান চুলা জ্বালিয়ে সিসা তৈরীর কাজ করার সময় আমাদে রও এই ধোঁয়ার কারণে অনেক কষ্ট হয় চোখ মুখ জ্বালা করে তবুও কাজ করি, কি আর করার।তাই এলাকাবাসী এই কারখানাটি ভ্রাম্যমাণ আদা লতের মাধ্যমে গুড়িয়ে দিতে রংপুর জেলা প্রশা সন,পরিবেশ অধিদপ্তর, তারাগঞ্জ উপজেলা প্রশা সন ও থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) তারা গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন এবিষয়ে আমার জানা নেই অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST