প্রথম বাংলা – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগার গাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ছয়টি আসনের উপনির্বাচনের বিষয়ে সিইসি বলেন, কিছু অনিয়ম হলেও সার্বিকভাবে ভোট সুষ্ঠু ও শান্তি পূর্ণ হয়েছে। হাবিবুল আউয়াল বলেন,উপনির্বাচনে উপস্থিতির হার তুলনামূলক কম ছিল। ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে।তিনি বলেন,অনেক জায়গায় মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে। আশা করছি ২ থেকে ৪ ঘন্টা পর রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে,ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ঠাকু রগাঁও-৩,বগুড়া-৪,বগুড়া-৬,চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে র ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৬টি আসনে প্রার্থী ছিলেন ৪০ জন। ভোটার সংখ্যা ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন।