প্রথম বাংলা – প্রথমবারের মত ময়মনসিংহের ত্রিশা ল উপজেলা ভূমি অফিসে সব ধরণের জনদূর্ভোগ দুর হয়ে বর্তমানে জনবান্ধব অফিসে পরিণত হয়ে ছে। এতে অফিসের অতীতের চেয়ে সব ধরণের সেবার মান বৃদ্ধি পেয়েছে। নেই জনগণের ভিড়,বস্তা বন্দী ফাইল,নেই কোন অনিয়ম ও দুর্নীতি।
সরজমিনে গিয়ে জানা গেছে,অফিসে স্বচ্ছতা ফিরি য়ে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে সংশ্লিষ্ট কর্মক র্তা-কর্মচারীদের। সেবা দেয়ার মননশীলতায় ফিরিয়ে আনা হয়েছে স্বচ্ছতা। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে বর্তমান সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মামুন এর সততা,দক্ষতা ও কর্মনিষ্ঠা র কথা শোনা গেছে। ওনার কর্মতৎপরতা,ও সৃজনশী
লতার মাধ্যমে প্রযুক্তির যথাযথ ব্যবহারের করে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ও নামজারিসহ অন্যান্য সেবা এখ ন মিলছে খুব সহজেই। তাছাড়া উপজেলার কানিহা রী ইউনিয়ন ভূমি অফিস নিয়ে ব্যাপক সমালোচনা ও অভিযোগ ছিলো,তিনি দায়িত্বে আসার পর দীর্ঘ তদন্তে অবশেষে সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী কর্মক র্তা ভূমির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় উপ জেলা ব্যাপী সুনাম কুড়িয়েছেন তিনি।
এছাড়াও অনুমোদিত মিউটেশন খতিয়ান গুলো পৌরসভা/ ইউনিয়ন ভূমি অফিসের মৌজা অনুযায়ী সাজিয়ে ভলিউম আকারে বাঁধাই করা হয়েছে। এতে যেকোন নাগরিক জমির খতিয়ান যাচাই বাছাই কর তে পারাসহ জমি ক্রয়ের পূর্বে স্বত্ব যাচাই করতে চাই লে খতিয়ান বা নামজারি কেস নম্বর দিয়ে সহজেই যাচাই করতে পারছেন। কোর্ট ফি যাচাই করে আবে দনপত্র গ্রহণের ফলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন না।
একজন সেবাগ্রহিতা অফিসের সততা স্টোরের নির্ধা রিত মুল্যে আবেদন ও কোর্ট ফি কিনে নিতে নিতে পারছেন। অফিসের সামনেই টাঙানো হয়েছে সিটি জেন চ্যাটার এবং এসিল্যান্ড মহোদয়ের মুঠোফোন নাম্বার। এর মাধ্যমে সেবা গ্রহিতারা ভূমি অফিসের যেকোন নিয়ম-কানুন,খাজনা-খারিজ,পর্চা,রেকর্ড সংশোধন,জমি সর্ম্পকিত যাবতীয় তথ্য সম্পর্কে খুব সহজেই জানতে পারছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লা হ আল মামুন বলেন,যোগদানের পর জাতীয় উন্নয়ন মেলায় ভূমি ব্যবস্থাপনায় উন্নয়ন সংক্রান্ত গ্রহিত কার্যক্রম সম্পন্ন করেছি।ভুমি অফিস দালাল ও ঘুষ মুক্ত রাখার চেস্টা করছি। অফিসের অন্যান্য কর্মক র্তা ও কর্মচারীদের নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে কোন প্রকার হয়রানী ছাড়াই নাম জারী জমা খারিজ দেওয়া হচ্ছে।সরকার হচ্ছে জনগণের সেবক এবং আমরা সরকারে অংশ হিসাবে জনগণের ভূমি সেবা দেয়ার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত করবো ইনশাল্লাহ।