দরবেশপুর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিডি চাল বিতরণ
Reporter Name
Update Time :
মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩
/
179 Time View
/
Share
নূর মোহাম্মদঃ “শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরু দ্দেশ ” এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭ নং দরবেশপুর ইউনিয়নে ১০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজওডি মাষ্টাররোলের ২৩-২৪ অর্থবছ রের জুন,জুলাই মাসের বিনামূল্যে ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ইউনিয়ন পরিষদে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ইউপি সচিব নুরুল হুদা মোহন,ইউপি সদস্য,গ্রামপুলিশ, ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এতিম, কর্মক্ষম,ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ১০০ টি পরিবা র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিনামূল্যে ৩০ কেজি করে চাল প্রতিমাসে পাচ্ছেন।এতে করে ঐ পরিবার গুলো সাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারছে।
এছাড়াও সরকারের খাদ্যবান্ধব আরো কর্মসূচী আছে বলেও তিনি জানান।