October 13, 2024, 12:57 pm
শিরোনামঃ
মোহাম্মদপুরে সেনা-র‌্যাবের পোশাকে বাসায় ডাকাতি, গ্রেপ্তার ৮ মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ এলপি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন উপদেষ্টা রমনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার মাদক ব্যবসায়ীদের হাতে খুন হন স্বপন ভদ্র প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের রমনা কালী মন্দির পরিদর্শন বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের ৪৯তম জন্মদিন আজ যেই চোরকে ছেড়ে দিয়েছিলেন, সেই এসে বুকে মারল ছুরি রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা; গ্রেফতার ৫
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দাকোপের মানবতার ফেরিওয়ালা আনসার ভিডিপির দলনেতা মহাদেব মন্ডলের বৃক্ষ রোপন

মোকলেছুর রহমান,দাকোপ প্রতিনিধি

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি পরিবেশ বাঁচান ” গাছ লাগান” দেশকে ভাল বাসুন, গাছ রোপনে এগিয়ে আসুন। বাংলাদেশ সবুজ শ্যামল কৃষি প্রধান দেশ। এদেশ লাল সবুজে৷ র বাংলাদেশ।

গত ইং ২৫ আগষ্ট রোজ বৃহস্পতিবার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের সাহসী মানুষ, মানবতার ফেরিওয়ালা।

লক্ষীখোলা গ্রামের কৃতিসন্তান, দাকোপের উপজেলার বাসির গৌরব, সুশীল সমাজের বিবেক। আনসার ভিডিপির ১নং পানখালী ইউনিয়নের সুযোগ্য দলনায়ক জনাব মাহাদেব মন্ডল নিজ অর্থয়ানে, নিজের উদ্যোগে দাকোপ উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসায় পরিবেশ বান্ধব গাছ রোপণ করেছেন।

জানা যায় প্রধান মন্ত্রীর বৃক্ষ রোপন কর্ম সূচি সফল করার উদ্দেশ্যে দাকোপ উপজেলার বাংলাদেশ আনসার ভিডিপি এমন উদ্যোগ গ্রহন করেন ।

দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের খোনা আশ্রায় কেন্দ্র,খোনা কমিউনিটি ক্লিনিক, খোনা কে বি মাধ্যমিক বিদ্যালয়,খাটাইল সরকারি প্রাইমারি বিদ্যালয় ,মৌখালী সরকারি প্রাইমারি বিদ্যালয়,কাটাবুনিয়া মাদ্রাসা সহ পানখালী ইউনিয়ন পরিষদ আঙ্গিনায় গাছ রোপণ করেন।

আনসার ভিডিপির দল নায়ক জনাব, মহাদেব সাংবাদিকদের জানান, আমার নিজ অর্থয়ানে আজ এমন একটা উদ্যোগ গ্রহন করেছি।

তিনি আরো বলেন,দাকোপ উপজেলার আনসার ভিডিপি এর সদস্যদের মধ্যে দু শত ফলজ,বনজও ওষুধী গাছ বিতরন করেছি।

এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা ১নং পানখালী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শেখ সাব্বির আহম্মেদ সাহেব, আরো উপস্থিত ছিলেন, আনসার ভিডিপির সদস্য মোঃ মুজিবার রহমান,মোজাফফর শেখ,মিল্টান মন্ডল,টুকু সরদার,চন্দনা,বিউটি বেগম প্রমুক।

তাছাড়া মহাদেব মন্ডল তার সদস্যদের নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে নিজ হাতে বৃক্ষ রোপন সফল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page