গত ইং ২৫ আগষ্ট রোজ বৃহস্পতিবার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের সাহসী মানুষ, মানবতার ফেরিওয়ালা।
লক্ষীখোলা গ্রামের কৃতিসন্তান, দাকোপের উপজেলার বাসির গৌরব, সুশীল সমাজের বিবেক। আনসার ভিডিপির ১নং পানখালী ইউনিয়নের সুযোগ্য দলনায়ক জনাব মাহাদেব মন্ডল নিজ অর্থয়ানে, নিজের উদ্যোগে দাকোপ উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসায় পরিবেশ বান্ধব গাছ রোপণ করেছেন।
জানা যায় প্রধান মন্ত্রীর বৃক্ষ রোপন কর্ম সূচি সফল করার উদ্দেশ্যে দাকোপ উপজেলার বাংলাদেশ আনসার ভিডিপি এমন উদ্যোগ গ্রহন করেন ।
দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের খোনা আশ্রায় কেন্দ্র,খোনা কমিউনিটি ক্লিনিক, খোনা কে বি মাধ্যমিক বিদ্যালয়,খাটাইল সরকারি প্রাইমারি বিদ্যালয় ,মৌখালী সরকারি প্রাইমারি বিদ্যালয়,কাটাবুনিয়া মাদ্রাসা সহ পানখালী ইউনিয়ন পরিষদ আঙ্গিনায় গাছ রোপণ করেন।
আনসার ভিডিপির দল নায়ক জনাব, মহাদেব সাংবাদিকদের জানান, আমার নিজ অর্থয়ানে আজ এমন একটা উদ্যোগ গ্রহন করেছি।
তিনি আরো বলেন,দাকোপ উপজেলার আনসার ভিডিপি এর সদস্যদের মধ্যে দু শত ফলজ,বনজও ওষুধী গাছ বিতরন করেছি।
এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা ১নং পানখালী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শেখ সাব্বির আহম্মেদ সাহেব, আরো উপস্থিত ছিলেন, আনসার ভিডিপির সদস্য মোঃ মুজিবার রহমান,মোজাফফর শেখ,মিল্টান মন্ডল,টুকু সরদার,চন্দনা,বিউটি বেগম প্রমুক।
তাছাড়া মহাদেব মন্ডল তার সদস্যদের নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে নিজ হাতে বৃক্ষ রোপন সফল করেন।