ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির আয়োজনে চলছে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩।১৬ টিমের এই খেলায় প্রথম রাউ ন্ডের সপ্তম ম্যাচে অংশগ্রহণ করেন। ফুলবাড়ীর ঐতিহ্যবাহী ফাইভ স্টার ক্লাব।বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভর নেতৃত্বে সফলভাবে এই খেলার আয়োজন করা হয়েছে। প্রথম রাউন্ডের সপ্ত ম ম্যাচের খেলায় পার্বতীপুর ফুটবল একাডেমির মুখোমুখি হয় ফুলবাড়ি ফাইভ স্টার ক্লাব।বাঘে বাঘে লড়াই চলে মনমুগ্ধকর এই খেলায়,খেলার শুরুতেই দুটি গোল করেনত পার্বতীপুর ফুটবল একাডেমী,
হাফ টাইমের পর গোল দুটি পরিশোধ করেন ফাইভ স্টার ক্লাব।খেলায় উভয় দল সমান সমান গোল করলে ম্যাচ ড্র হয়। খেলার নির্ধারিত টাইম শেষে। ট্রাইবেকারে পার্বতীপুর ফুটবল একাডেমীকে পরা জিত করে।বিজয়ী হন ফাইভ স্টার ক্লাব।উক্ত খেলা য় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ফুলবাড়ী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার,এসএসএস এর ফুলবাড়ী শাখার ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালাম আজাদ,ফুলবাড়ি পৌর ছাত্রলীগের আহ্বায়ক প্লাবন শুভ,সিনথিয়া টেলি কম এর স্বত্বাধিকারী সোহাগ কিবরিয়া,সহ অন্যন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইভ স্টার ক্লাব এর দপ্তর সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ জানান ফাইভ স্টার ক্লাব দীর্ঘদিন পর কোন টুর্নামেন্টে অংশগ্রহণ কর লো,বিজয়ের আশা নিয়েই আমরা মাঠে নেমেছি লাম,কাঙ্খিত সেই বিজয় অর্জন করতে পেরে আম রা অনেক আনন্দিত।ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী ফাই ভ স্টার ক্লাবের সদস্যরা পুরো খেলা জুড়ে জয়ের আকাঙ্ক্ষায় মেতে ছিলেন,জয়লাভ করার সাথে সাথেই শুরু হয়ে বীজয়ের উল্লাস,তিনি আরো বলেন আমরা যেন শেষ পর্যন্ত এই বীজয় কে ধরে রাখতে পারি।ক্লাবের কোষাধক্ষ্য আশরাফুল আলম বলেন আমরা সর্বোচ্চ ভালো টিম সাজানোর চেষ্টা করেছি আমাদের টিমে একজন নাইজেরিয়ান প্লেয়ারও খেলেছেন, ফুলবাড়ী বাসি আমাদের আজকের খেলা আনন্দের সাথে উপভোগ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।ফাইভ স্টার ক্লাবের পক্ষে খেলার ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন ফুলবাড়ীর তারকা ফুটবলার (ব্ল্যাক হর্স খ্যাত) জাহা ঙ্গীর আলম ও শাহজাহান আলী।খেলায় ধারাভাষ্য কারের দায়িত্ব পালন করেন মোঃ আরাফাত রতন।
খেলা শেষে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামে ন্টের আয়োজক তারিকুজ্জামান শুভ বলেন ইতি পূর্বে আমরা প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ পরিচালনা করেছি,এটি সপ্তম ম্যাচ,এই ম্যাচটি সবচেয়ে হাই ভোল্টের ম্যাচ ছিল,মাঠের কানায় কানায় দর্শক ভরপুর ছিল,পূর্বের খেলা গুলোর চেয়ে অনেক বেশি দর্শক ছিল,এবং দর্শকের ভিতর এক ধরনের উল্লাস ছিল,বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টে এই প্রথম বিদে শী কোন খেলোয়াড় খেললেন,আমি ফাইভ স্টার ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য।