প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৫ টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের নামে কোটি টাকা আত্মসাত করার অভিযোগের প্রেক্ষিতে দুদক,জেলা কার্যালয়,চাঁদপুর হতে গতকাল একটি এনফোর্সমেন্ট অভি যান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে দুদক টিম ২০২২-২৩ অর্থ বছরের E-GP সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টেস সংগ্রহ করে।
দুদক টিম উক্ত প্রতিষ্টানের ল্যাব সমূহ ও স্টোররুম পরিদ র্শন করে।অভিযানকালে ক্রয়কৃত ইকুয়েপমেন্ট স্পেসিফি কেশন অনুযায়ী পাওয়ায় অভিযোগের আপাত সত্যতা পা ওয়া যায়নি।পরবর্তীতে রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক বিস্তারিত প্রতিবেদন অতিদ্রুত কমিশন বরাবর দাখিল করা হবে।
বাংলাদেশ রেলওয়ে অফিস,ভূমি শাখা রাজবাড়ী এর কর্মচারীর বিরুদ্ধে রেললাইনের পাশে ৫০ লক্ষ টাকার গাছ এবং রেলওয়ের ৯০ শতাংশ জমি অবৈধভাবে বিক্রিপূর্বক অর্থ আত্মসাৎ এর অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমি শন,জেলা কার্যালয়,ফরিদপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রাজবাড়ী রেলওয়ে ভূমি অফিস হতে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। কিছু গাছের গুড়ি রেলওয়ে সহকারি প্রকৌশলীর কার্যালয় এর সামনে পড়ে থাকতে দেখা যায়। এই সংক্রান্ত রেকর্ডপত্র বন বিভাগ হতে চাওয়া হয়েছে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণ পূর্বক বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে কমিশনে দাখিল করা হবে।