প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৮টিঅভি যোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৬টি দপ্তরে পত্র প্রের ণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর,জেলা কার্যালয়, কুমিল্লা’র কর্মকর্তা -কর্মচারীর বিরুদ্ধে অফিসে সিন্ডিকেট গড়ে তুলে ইটভাটা ও কলকারখানার ছাড়পত্র প্রদানে ঘুস দাবি এবং চাহিদামতো ঘুস না পেলে ফাইল আ টকে রাখার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কুমিল্লা হতে ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে টিম ছদ্মবেশে উক্ত অফিসে আগত বিভিন্ন সেবাগ্রহীতাদের বক্তব্যে উক্ত অভিযোগের আংশিক সত্য তা পায়।অভিযোগের বিষয়ে উক্ত অফিসের উপপরিচালক জানান যে,কয়েকজন কর্মচারী দীর্ঘদিন নিজ জেলায় কর্মর ত থাকায় তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা এর কর্মকর্তাদে র বিরুদ্ধে পাওয়ার টিলার চালিত সিডার যন্ত্র প্রদানে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুদক জেলা কার্যালয়, পটুয়াখালী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট বরগুনা সদর, আমতলী ও বেতাগী উপজেলায় ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ অর্থবছরে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার চালিত সিডার বিতরণে দুর্নীতি হয়েছে কিনাতা পরী ক্ষা করার জন্য দৈবচয়ন ভিত্তিতে রেকর্ডপত্রে উল্লিখিত কৃষকদের সাথে যোগাযোগ করে।
কৃষকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে,আমতলী ও বেতাগী উপজেলায় পাওয়ার টিলার চালিত সিডার বিতরণে অনিয় মের তথ্য পাওয়া যায়নি। তবে,বরগুনা সদর উপজেলায় কিছু অনিয়ম পরিলক্ষিত হয়।সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচ না করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিস্তারি ত প্রতিবেদন কমিশনের নিকট প্রেরণ করা হবে।