January 20, 2025, 12:43 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযান : ৪ দপ্তরে পত্র প্রেরণ

Reporter Name

প্রথম বাংলা-দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৯ টি অভিযোগে বিষয়ে (০৫টি অভিযান ও ০৪ টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

১ জানুয়ারি ২০২৪ খ্রি. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ছদ্মবেশে রাজউকের প্লট ক্রয়-বিক্রয়ের তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহকালে প্লট ক্রয়-বিক্রয়ের বিষয়ে রাজউক কর্মচারীদের যোগসাজশে ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট হতে অবৈধভাবে অর্থ গ্রহণের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এছাড়া, প্লট বরাদ্দ প্রাপকদের নথি গায়েব ও বরাদ্দপ্রাপ্ত প্রবাসী মালিকদের ছবি পালটিয়ে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রয়ের অভিযোগের সত্যতা অভিযান পরিচালনাকারী টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।টিম জানতে পারে, নথি গায়েবের বিষয়ে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে পরিচালক (এস্টেট ও ভূমি) -এর নিকট হতে অভিযোগ সংশ্লিষ্ট প্লটসমূহের বিষয়ে রেকর্ডপত্র চাওয়া হয়। রেকর্ডপত্রসমূহ বিশ্লেষণপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের ৩টি ব্রিজ ও জেলা পরিষদ, গোপালগঞ্জ –এ ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করে বিল উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয়,গোপালগঞ্জ হতে আজ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে ওড়াকান্দি ইউনিয়নের মাউজকান্দি গ্রামের ৩টি ব্রিজ সরেজমিনে পরিদর্শন করে অ্যাপ্রোচ সড়ক না থাকার বিষয়টির সত্যতা পাওয়া যায়।

ব্রিজের অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্রিজ হতে পড়ে গিয়ে একজন ভুক্তভোগীর বাম পা কেটে ফেলতে হয়েছে মর্মে টিম নিশ্চিত হয়। পরবর্তীতে জেলা পরিষদ, গোপালগঞ্জ হতে উক্ত কাজের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, ২০১৪-১৫ অর্থবছরে মাইজকান্দি গ্রামের ৩টি ব্রিজসহ রাস্তা নির্মাণকাজে র জন্য ৮৫ লক্ষ টাকার অধিক চুড়ান্ত বিল প্রদান করা হয়েছে।

নথিপত্র বিশ্লেষণে উক্ত ৩ টি ব্রিজের অ্যাপ্রোচ সড়কের কাজ না করে বিল দাখিল করে উক্ত অংশ বাবদ ৬ লক্ষ ৩৩ হাজার টাকা বিল ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে মর্মেডকুমে ন্ট পাওয়া যায়। অর্থাৎ ৭৮ লক্ষ টাকার বিল কাজ না করেই উত্তোলন করা হয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভি যানকালে প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে কমিশনের সিদ্ধান্ত চেয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তুলে প্লট-ফ্ল্যাট দখল, প্রকল্পে অনিয়ম-দুর্নীতি এবং কমিশন বাণিজ্য করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট টিম অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

এনফোর্সমেন্ট টিম সরেজমিনে মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ,ঢাকা ডিভিশন-১ কর্তৃক বাস্তবায়নাধীন আবাসন প্রকল্প পরিদর্শন করে এবং অভিযোগে উল্লিখিত বিভিন্ন বেদখল হওয়া জায়গা পরিদর্শন করে বাস্তবায়নাধীন প্রকল্পে অনিয়মের প্রাথমি ক সত্যতা পায়।পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম নির্বাহীপ্রকৌশলী র কার্যালয়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, ঢাকা ডিভিশন-১ ও নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, মিরপুর গৃহসংস্থান বিভাগ-২ হতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র বিস্তারিতভাবে বিশ্লেষণ সাপেক্ষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ -এর অথরাইজড অফিসারদের বিরুদ্ধে বিল্ডিং নির্মাণ কোড না মেনে নকশা অনুমোদন, বিশাল অংকের লেনদেনের বিনিময়ে অনুমোদনহীন ভবনকে নোটিশ প্রদান না করাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উক্ত অফিসের সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করে দুদক টিম।

ভুক্তভোগী ১ জনের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি জানান যে তার কাছ থেকে ঘুস দাবি করা হয়। তৎপ্রেক্ষিতে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। রেকর্ডপত্র বিস্তারিত বিশ্লেষণপূর্বক কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে নিম্নমানের কাজ করাসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টিম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে বাস্তবায়ন কৃত অভিযোগে বর্ণিত কয়েকটি প্রকল্প সরেজমিন পরিদর্শন করে এবং তৎসংলগ্ন রেকর্ডপত্র সংগ্রহ করে। কাজের মান বিশেষজ্ঞ টিম কর্তৃক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।



Our Like Page
Developed by: BD IT HOST