July 27, 2024, 7:35 am
শিরোনামঃ
কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন উলিপুরের থেথরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের মৃ/ত্যু : লাখো মানুষের ভীর শাহজাদপুরে দেশী মদের দোকান সিলগালা করায় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ জামালপুর জেলায় ধান – চাউল সংগ্রহের চিত্র ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি ১৬২ সদস্যকে ডিএমপির কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান উপবৃত্তির অর্থ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ, মাউশির জরুরি বিজ্ঞপ্তি বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি”র ওসি ফারুক হোসেন ঘুরেফিরে প্রভাবশালীরা ঢাকায়, গণপূর্তের ৫ নির্বাহী প্রকৌশলীর বদলি সিটিসি ডা: গোলাম রব্বানীই শেষ কথা: প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে কসাইখানা নির্মাণে ভয়াবহ দুর্নীতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর -৪ আসনের ঈগল প্রার্থী বিজয় ও ১,২,৩,নৌকায় বিজয় শুভেচ্ছা

Reporter Name

নিজস্ব প্রতিবেদন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর জেলা ৪টি সংসদীয় আসনে ভোট গণণা শেষে প্রাপ্ত বেসরকারী ফলাফলে রামগতি ও কমলন গর -৪ ঈগল প্রার্থী মোহাম্মদ আবদুল্যাহ্( আল-মামুন) রায়পুর ২- আসনের সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন, লক্ষীপুর সদর ৩-আসন গোলাম ফারুক পিংকু, রামগঞ্জ ১-আসন ড. আনোয়ার খান সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

ভোট শেষে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত বেসরকারী হিসেবের ফলাফলে ঘোষণা করেন। লক্ষ্মীপুর-১ আসনে মোট ভোটকেন্দ্র ৮৫টি। ঘোষিত সবকয়টি কেন্দ্রের ফলে এগিয়ে নৌকার প্রার্থী মো. আনোয়ার হোসেন খান (প্রাপ্ত ভোট ৪০ হাজার ৯৪) নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী হাবিবুর রহমান পবন (প্রাপ্ত ভোট : ১৮ হাজার ১৫৬) লক্ষ্মীপুর-২ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৬।

ঘোষিত সবকয়টি কেন্দ্রের ফলে এগিয়ে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন (প্রাপ্ত ভোট ১ লাখ ৪০ হাজার ২১১) নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী সেলিনা ইসলাম (প্রাপ্ত ভোট : ৯ হাজার ২৮) লক্ষ্মীপুর-৩ আসনে মোট ভোটকেন্দ্র ১২৫। ঘোষিত সবকয়টি কেন্দ্রের ফলে এগিয়ে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু (প্রাপ্ত ভোট ৫২ হাজার ২৯৩) নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক এর প্রার্থী এম এ সাত্তার (প্রাপ্ত ভোট : ৩৫ হাজার ৬২৮ )। এখানে ১৬ হাজার ৬৬৫ ভোটে নৌকার প্রার্থী এগিয়ে রয়েছে।

লক্ষ্মীপুর-৪ আসনে মোট ভোটকেন্দ্র ১২১, ঘোষিত সবকয়টি কেন্দ্রের ফলাফল এগিয়ে ঈগলের প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ (আল-মামুন) (প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৪৮৫) নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোশাররফ হোসেন (প্রাপ্ত ভোট : ৩৩ হাজার ৩০১) ১৩ হাজার ১৮৪ ভোটে এগিয়ে স্বতন্ত্র ঈগলের প্রার্থী মোহাম্মদ আবদুল্যাহ্।সাধারণ জনগণের ভোটের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী কে বিজয় করেছিলেন। সাধারণ ভালোবাসার মানুষ হিসেবে জনগণের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৫৯৬,তাদের মধ্যে নারী ভোটার ৭ লাখ ২২ হাজার ৩৯৯, পুরুষ ভোটার ৭ লাখ ৭৪ হাজার ১৯৩,আর হিজড়া ভোটার ৪ জন,প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩১ জন প্রার্থী। প্রায় ২২% ভোট কাস্ট হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

লক্ষ্মীপুরসহ সকল সংসদ সদস্যদের কে জাতীয় দৈনি ক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন #দ্বাদশ_সংসদ_নির্বাচন #৭জানুয়ারি #নির্বাচন২০২৪ #স্মার্টবাংলাদেশ #মিশন২০৪১ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর দীর্ঘ কামনা করি।

নির্বাচন শেষে ডিসি,প্রার্থী নাম ঘোষণা করেন সুস্থ নিরপেক্ষভাবে নির্বাচনে যে বিজয় হয়েছে তাদের প্রতি শুভেচ্ছা দেশের শারীরিক উন্নয়নের কাজ করার সুযোগ করে দিয়েছে সাধারণ জনগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুদীর্ঘ কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page