সিমান্ত মোল্লা জেলা প্রতিনিধি শরীয়তপুর :
নড়িয়া উপজেলায় ভোজেশ্বর বাজারে ভাই ভাই ফার্মে সীতে অবৈধ ঔষধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরি মানা করা হয়েছে। ( ১৯/১২/২০২৩) রোজ মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় ভোজেশ্বর বাজার পুর্ব মাথায় কলেজ রোডে ভাই ভাই ফার্মেসী-কে অবৈধ বিদেশী ইনুসলিন ঔষধ বিক্রির দায়ে জরিমানা করা হয়।
বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ২২ ধারা অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভাই ভাই ফার্মেসী মালিক কামরুল জ্জামান সজল বলে ন,আমাকে এক ভদ্রলোক এই ইনুসলিন দিয়ে আমার কাছ থেকে অন্য ঔষধ নিয়ে যায়। আমি এই ইনুসলিন ভুলবশত এক কাস্টমারের কাছে বিক্রি করে ফেলিআর এই ভুলের কারনে আমাকে জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে একজন ঔষধ ক্রেতা নাম প্রকাশে অনিচ্ছু ক তার মায়ের জন্য একটি ইনসুলিন ক্রয়ের জন্য ভাই ভাই ফার্মেসীতে আসেন এবং ইনসুলিন ক্রয়ের পর বাসায় চলে আসেন।এবং ইনসুলিন হাতে নিয়ে দেখতে পান এইটা বিদেশি এবং এই ধরনের ইনসুলিন কখনো তার মায়ের জন্য ব্যবহার করেননি।তাই ক্রেতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ শরীয়তপুর কে জানালে ভো ক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক কাজী সুজন মোবাইল কোট পরিচালনা করে ২০০৯ এর ২২ধারায় ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ আদায় করেন।