November 13, 2024, 3:30 pm
শিরোনামঃ
৭৪ বছরের ইতিহাসে বিরল ঘটনা, একসঙ্গে ধেয়ে আসছে ৪ ঘূর্ণিঝড় বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ বক্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান ও জবাবদিহিতা দেখতে চায় যুক্তরাষ্ট্র’ ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ত্রিশাল বিদ্যুৎ সরবরাহে গ্রাহক সেবার মান বৃদ্ধি আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে প্রেস রিলিজঃ ঢাকায় ভারতীয় নাগরিকের মৃত্যু” গোপন বৈঠক থেকে ১৮ আ.লীগ নেতা আটক সম্প্রীতির দেশ গঠনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে একে অপরকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান ভারতকে এড়িয়ে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারবে না: কলকাতার মেয়র
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নব নির্বাচিত এমপি চয়ন ইসলামকে শাহজাদপুর সাংবাদিক ফোরামের শুভেচ্ছা জ্ঞাপন

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭,সিরাজগঞ্জ-৬,শাহ জাদপুর আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আওয়া মী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনাব চয়ন ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে শাহজাদপুর সাংবাদিক ফোরাম।

সোমবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় নব নির্বাচিত সংসদ সদস্য চয়ন ইসলামের পৌর শহরের শক্তিপুরস্থ নিজ বাস ভবনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল এবং সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকনের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এ সময় জনাব চয়ন ইসলাম হাসি মুখে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বস্তুনিষ্ঠভাবে নির্বাচনী সংবাদ পরিবেশনের জন্য শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন,শাহজাদপুর সাংবাদিক ফোরা মের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ,সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা,যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না,দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক বাবু,সিনিয় র সদস্য মো. ফারুক সরকার,শরিফুল ইসলাম, মাসুম হোমেন অন্তু,মো. চয়ন ইসলাম,নাঈম সিদ্দিক প্রমূখ।

উল্লেখ্য,শনিবার অনুষ্ঠিত নির্বাচনে শাহজাদপুরউপজে লা আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব চয়ন ইসলাম নৌকা প্রতীকনিয়ে ১ লক্ষ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ১ লক্ষ ৩ হাজার ২১৪।
এ আসনে উল্লেখিত দুজন ছাড়াও আরও ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন তবে তাদের কেউই খুব বেশি সংখ্য ক ভোট পাননি।



Our Like Page