আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেলা যুব উন্নয়নের অধীনে ৩০জন যুবক যুবতীকে হাস-মুরগি ও পশু পালনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পৌরসভার গাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫দিন ব্যাপী এ প্রশিক্ষন প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে সোমবার তাদের মাঝে সনদ বিতরন করা হয়েছে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা রিপন কুমার চট্রোপাধ্যায়।
অতিথিরা বলেন, বেকারত্বের বোঝা কমাতে হলে নিজের কর্মসংস্থান নিজেকেই করতে হবে। দেশে কৃষির উৎপাদন বাড়লে খাদ্য সংকট থাকবে না। এ ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের এগিয়ে আসতে হবে। প্রশিক্ষনের সার্বিক সহায়তায় ছিল নলছিটি মহিলা ও যুব উন্নয়ন সমিতি।