February 10, 2025, 11:24 am
শিরোনামঃ
সাংবাদিক কোন দলের নয়’দেশ ও জাতির বিবেক গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাব অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে অবৈধ সরকারের ঈমানদার যৌথবাহিনী ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ এক যুবক আটক নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ব্রেকিং নিউজ: ডাক্তার পিনাকী ভট্টাচার্যের গ্রামের বাড়িতে আগুন দিলো ছাত্রলীগ আ’লীগের নেতা খোলস পাল্টানো বিএনপির নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ শেখ হাসিনার সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস গভীর রাত্রে অনেক আওয়ামীলীগের বাড়ির ঘর লুটপাট ও পেট্রোল বোমা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা লক্ষ্মীপুরে ফতেহপুর বাজারের ব্যবসায়ী বেলাল মেম্বার এর দশ লক্ষ টাকার মালামাল লুট ও দোকান ঘর দখল ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নলমা ইজি বাইক শ্রমিক ইউনিয়নে সভাপতি ও সম্পাদকের দুর্নীতি

Reporter Name

মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ ভারত, পাকিস্তান ও অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশও একটি উনয়নশীল দেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিঃসন্দেহে সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার গাড়ি ভাড়া প্রতি কিলোমিটারে ০০.০৫ (পাঁচ)পয়সা কমাইছে। অন্যদিকে নলমা ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি (০১৮৫৯৬৩১৭৬৩) ও সাধারণ সম্পাদক (০১৭৭২৫১২৩১) অটো গাড়ির ভাড়া ২০টাকার জায়গায় ২৫ টাকা অর্থাৎ সব ক্ষেত্রেই ০৫.০০ টাকা গাড়িভাড়া বাড়াইছে। সরকার প্রতি কিলোমিটারে ০০.০৫ (পাঁচ) পয়সা কমাইলো আর তারা গাড়ি ভাড়ার সাথে ০৫.০০টাকা বাড়াইলো।

আমার জানামতে, নলমা ইজি বাইক শ্রমিক ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক নলমা থেকে ঘাটাইল বছরে দুই-এক বার আসে কিনা সন্দেহ। কিন্তু আমরা অর্থাৎ জনসাধারণ প্রতিনিয়ত নলমা থেকে ঘাটাইল আসা-যাওয়া করে। তাছাড়া স্থানীয় অটোচালকরা স্থানীয়দের কাছ থেকেই ০৫.০০টাকা করে গাড়িভাড়া বেশি নেওয়াটা যুক্তিসংগত বলে আমার মনে হয় না।

এদিকে, নামের জায়গায় মোবাইল নাম্বার বসিয়ে ভাড়ার তালিকা লিপিবদ্ধ করাটাও যুক্তিসংগত বলে আমার মনে হয় না। কারণ, বন্দার কাজ কখনো মগ দিয়ে হয়না। যেখানে যা লাগে তাই দিতে হবে। আবার সাধারণ সম্পাদক তার মোবাইল নাম্বার দিছে কিন্তু সেটা দশ ডিজিটের। আমরা জানি, গ্রামীণসীমের নাম্বার এগারো ডিজিটের। জ্ঞানীদের কথা, যার মুখে দুর্গন্ধ তার নাম রাখছে আতর আলী।

প্রাচীন ভারতে দুর্নীতির এক চিত্র তুলে ধরেছেন উপেন্দ্র ঠাকুর। তিনি বলেছেন, আমরা পছন্দ করি আর না করি দুর্নীতি ছিলো, আছে এবং থাকবে। এটি মানব সমাজের মতোই প্রাচীন এক সামাজিক সমস্যা। তবে সময়ের ব্যবধানে দুর্নীতির ধরন প্রকৃতিতে যেমন পরিবর্তন এসেছে, তেমনি দুর্নীতি এখন ব্যাপকভাবে সমাজ দেহে ছড়িয়ে পড়েছে।

বস্তুতঃ বাংলাদেশে দুর্নীতি এক অন্যতম প্রধান সামাজিক অনাচার/ব্যাধি হিসেবে মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের সমাজে দুর্নীতি এতই ব্যাপকতা লাভ করেছে যে, অনিয়মই যেন নিয়ম আর দুর্নীতি যেন নীতি হয়ে দাঁড়িয়েছে। আর্থ-সামাজিক ও প্রশাসনিক প্রতিষ্ঠান সহ সমাজের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি এতই বৃদ্ধি পেয়েছে যে, দুর্নীতিই যেনো অনেকের জীবন প্রণালীর অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

নলমা ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক কার ইঙ্গিতে এ কাজ করছে এ বিষয়ে বিশেষভাবে তদারকি চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST