স্টাফ রিপোর্টার – শেরপুর জেলার নালিতাবাড়ী খাদ্য গুদা মের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি রেজাউল করিম এর বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় রেজাউল করিম নালিতাবাড়ী খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি হিসাবে যোগদান এর পর থেকে গত সংগ্রহ মৌসুমে নিম্ন মানের চাউল ত্রয় সহ গুদামে ভালো মানের চাউল বাহিরে বিক্রি করে নিম্ন মানের চাউল গুদামে রাতের আধারে উওোলন করে লাখ, লাখ টাকা কামিয়েছেন।
জেলা ও উপজেলা কর্মকর্তার সহযোগিতায় খাদ্য অধিদপ্ত র থেকে সরবরাহ কয়েক লক্ষ টাকার খালি বস্তা বিক্রি করেছে।
অদৃশ্য কারনে জেলা কর্মকর্তা নীরব,উর্দ্ধতন কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্ত করলে বেড়িয়ে আসবে অনিয়ম।খাদ্য পরিদর্শক রেজাউল করিম এর রয়েছে ঞ্জাত আয় বহিভুত সম্পদ।
এ ব্যাপারে শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ তাহসিনুল হক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম এর মতামত জানতে ফোন দিয়ে পাওয়া যায়নি এছাড়াও রয়েছে অনিয়ম ও দুর্নীতি।