প্রথম বাংলা – ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে কাজ করছে টিম ডিএমপি।এরই ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা য় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। এ সকল পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।
রাজধানীল নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা য় ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের ৭ জন সদস্যসহ বিভিন্ন বিভাগের মোট ৪৩ জন পুলিশ সদস্যদের হাতে আজ মঙ্গলবার (২ মে ২০২৩ খ্রি.) বেলা ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনা র বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাতে বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ পুলিশ সর্বপ্রথম পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে বুলেট নিক্ষেপ করেছে। বাংলাদেশ পুলিশ শুধু ১৯৭১ সালেই নয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুসহ তাঁর পরি বারের সদস্যদের হত্যা করা হয়, সে সময় বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে রক্ষার জন্য পুলিশ সদস্য এ এস আই সিদ্দিকুর রহমান নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।
তিনি বলেন, করোনার সময় পুলিশ মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছে। বাপ ছেলের আর ছেলেরা মায়ের লাশ ফেলে গেলেও পুলিশ সেই লাশ দাফন করেছে। ২০১২-২০১৩ সালের সারাদেশে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে পুলিশ সদস্যদের পুড়িয়ে হত্যা করা হয়েছে। ২০১৫- ২০১৬ সালে জঙ্গিবাদ মাথাচাড়া দিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জীবন দিয়ে তা রুখে দিয়েছেন। ১৯৭১ সাল থেকে বাংলাদেশ পুলিশ দেশ মাতৃকার রক্ষায় কখনো পি ছপা হয়নি। এরই ধারাবাহিকতায় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ করেছেন। সে সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদের উৎসাহ-উদ্দীপনার জন্যই আজকের এই পুরস্কারের আয়োজন।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাড মিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনা র (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান;যুগ্ম-পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ,বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ,বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ১৫ এপ্রিল,২০২৩ খ্রি. শনিবার ভোরে রাজ ধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। এ সময় ডিএমপির সদস্যরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দের মালামাল নিজে কাঁধে বহন করে উদ্ধারের কাজে অংশগ্রহণ করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পি আর বিভাগের পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতা ও পেশাদারি ত্বের সাথে উক্ত ঘটনার ছবি ও ভিডিও চিত্র ধারণ করেন। যার ভিত্তিতে ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল,ফেইস বুক পেইজ ও ইউটিউবের মাধ্যমে প্রচার করা হয়। সেসক ল ছবি ও ভিডিও পরবর্তীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ও ব্যাপক প্রচার হয় যা সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।