প্রথম বাংলা – নেত্রকোনার কলমাকান্দার উমরগাঁও নতুন বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে আনা ১৮ লক্ষ টাকার ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
চিনি জব্দের বিষয়টি মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) রাত সাড়ে বারটায় এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) রাত সাড়ে একারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামাণিক নুহাস এর নেতৃত্বে সেনাবাহিনী,বিজিবি এবং পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি টিম কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাও নতুন বাজার গ্রামের মো. আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালিয়ে অবৈধ ভাবে চোরাই পথে আমদানি করা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৮ আঠারো লক্ষ টাকা।
জব্দকৃত চিনি বিজিবির নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন গণমাধ্যম কে জানান, উপজেলা সদরে যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তির গোডাউন থেকে এই চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত চিনি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।
উল্লোখ্য গত মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) কলমাকান্দায উপজেলা সদরের এতিমখানা রোড নামক এলাকায় রফিক মিয়া নামের এক ব্যক্তির গোডাউনে সেনাবহিনীর যৌথ অভিযানে ১৬ লক্ষ টাকার ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছিল।