রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন জাজিরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কমিশনার মোঃ দবীর বেপারী। শনিবার (২৩ডিসেম্ব র) বিকালে উপজেলার কাজিরহাট বাসস্টান হয়ে নতুন স্টান এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় তিনি শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু’র পক্ষে সকলের নিকট নৌকায় ভোট চান।
এসময় জাজিরা পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগে র সাধারণ সম্পাদক মোঃ সুরুজ কাজী,বিশিষ্টব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোবারক আলী মোল্লা,বড়কান্দী ৪নং ওয়ার্ডের মেম্বার জামাল শেখ,সমাজসেবকরুস্তম বেপারী,সাবেক কাউন্সিলর সিরাজ বয়াতী,সমাজসেব ক খবীর চাপলাসি,দবীর মৃধা,আমির বেপারী,রুবেল বেপারী,দেলোয়ার কাজী,নুর মুহাম্মদ বেপারী,
জাজিরা পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি চঞ্চল বেপারী, জাজিরা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল মোল্লা,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল বেপারী ও ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াজ কাজী সহ আওয়ামীলীগ, যুবলীদের ও অঙ্গসং গঠনে নেতৃবৃন্দ।