April 29, 2025, 3:01 pm
শিরোনামঃ
শাহজাদপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত টাকা না দিলে মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ দেওয়ার অভিযোগ এসআই মাছুদ জামালি’র বিরুদ্ধে শাহজাদপুরে মাচাল তৈরিকে কেন্দ্র করে যুবক নিহত, জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় বিপাকে পড়েছে গোটা পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে : যুক্তরাষ্ট্র দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না :মির্জা ফখরুল ময়মনসিংহে ডিবি হেফাজতে অমানষিক নির্যাতন যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-রমনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে বীর মুক্তিযোদ্ধারা স্কুলের শিক্ষার্থীদের শোনালেন যুদ্ধকালীন গল্প

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি

জেলা তথ্য অফিস, নড়াইল কর্তৃক ৩১ অক্টোবর ২০২২ তারিখে সকাল ১১ ঘটিকায় গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে নড়াইল লোহাগড়া উপজেলার লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লোহাগড়া এবং জনাব এস. এম. সায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নড়াইল

অনুষ্ঠানে মূল আলোচকবৃন্দ হিসেবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হামিদ, কমান্ডার (ভারপ্রাপ্ত ) , লোহাগড়া মুক্তিযুদ্ধ সংসদ এবং বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ শামসুল আলম কচি, ডেপুটি কমান্ডার, নড়াইল মুক্তিযুদ্ধ সংসদ ও সম্মানিত জেলা পরিষদ সদস্য, নড়াইল ৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: ইব্রাহিম-আল-মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷

উক্ত অনুষ্ঠান আয়োজনে সার্বিকভাবে আন্তরিকতার সাথে সহযোগিতা করেন লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো হায়াতুজ্জামান হায়াত।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা তাঁদের মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সবিস্তারে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা সবসময় হৃদয়ে ধারণ করে দেশ গড়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহবান জানান।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ নির্মাণের বুনিয়াদ তাদের কাঁধের ওপর দাঁড়িয়ে থাকবে উন্নত বাংলাদেশ।মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।আর এ জন্য পড়া ও চিন্তার বিকল্প নেই সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান বক্তারা,

আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে আজকের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে বাংলাদেশ পরিণত হবে অনুসরণীয় রাষ্ট্রে। বাংলাদেশ বিশ্বের মাঝে শক্তিশালী রাষ্ট্রে রূপ লাভ করবে মুক্তিযুদ্ধের চেতনায় পুষ্ট হয়ে।এছাড়া বক্তারা করোনাকালীন মাস্ক পরিধান করে বিদ্যালয়ে আগমন, আসন্ন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন থাকার জন্য পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের লিখিত বই পুরস্কার হিসেবে তুলে দেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ৷



Our Like Page
Developed by: BD IT HOST