মোঃরিয়াজ উদ্দিন চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ড স্টিলমিল বাজারে চলন্ত লরি থেকে কন্টেইনার পড়ে ছেলে বাবা নিহত হয়েছেন,নিহত দুজনের মধ্যে ছেলে ও বাবা রিক্সায় যাত্রী ছিলেন,তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি।১০ মে বুধবার সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে পতেঙ্গা স্টিলমিল খালপাড় রোডের মুখে আলী প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উপ- পরিচালক মোঃ আব্দুল হালিম নেতৃত্বে লাশ দুটি উদ্ধার করে ইপিজে ড থানা পুলিশের মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে বলে জানা ন।নিহতের ব্যাপারে ইপিজেড থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম জাতীয় দৈনিক একুশে সংবাদ বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি,অপর রিক্সা চালকের পরিচয় ও পাওয়া যায়নি তাৎক্ষণিক জানিয়েছেন যে, পতেঙ্গা গামী কনটেইনার পরিবহন দ্রুত গতিতে যাওয়ার সময় সামনে থাকা রিক্সা চালক-যাত্রীদের চাঁপা দেয়।এতে ঘটনাস্থলেই মারা যান রিক্সার দুই যাত্রী।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সূত্রে জানা গেছে যে,ঐ দুইযাত্রী পিতা- পুত্র হন।তারা স্টিলমীল বাজার থেকে বাজার-সদায় করে বাড়ির দিক যাচ্ছিলেন, ঘটনার পর থেকেই ট্রাংক লরীর চালক হেলপার পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি আব্দুল করিম