নূর হোসাইন :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা- ১৪ আসন বাসী, দেশ বাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ঢাকা সিটি কমান্ডার ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বর্তমান ঢাকা উত্তর সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মো: মজিবর রহমান। বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ মজিবর রহমান বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
তিনি আরও বলেন,ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ,হানাহানি,কূপমন্ডুকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান, পরমতস হিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ভয়াবহ করোনা মহামারির মধ্যেই বিগত দুটি ঈদুল ফিতর উদযাপন করতে হয়েছিল।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ মুজিবর রহমান বলেন,ঈদ শান্তি,সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহা নি ভুলে মানুষ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
ঈদের আনন্দ আমাদের সবার ব্যক্তি, পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম,সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।