মোহাম্মদ রবিউল হোসেন রবি
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া দক্ষিণ মোহরা শাখার ব্যবস্থাপনায় আজিমুশান ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ই রমজান ৬ এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণ মোহরা ইস্পাহানি স্কুল সংলগ্ন সংগঠনের দারুত্বায়া লীম সম্পাদক মোহাম্মদ মহিন রেজার বাসভবনে যথাযো গ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।সংগঠনের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ এমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের গণসংযোগ ও প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুল কবির,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কার্যকরি সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,
সাংগঠনিক সম্পাদক আই এইচ মোহাম্মদ মিয়া,প্রবাসী মোহাম্মদ ইমরান,চাঁদগাও থানা কার্যকরী সংসদের দারুত্বা য়ালীম সম্পাদক এস এম সিরাজ উদ্দিন,হাফেজ মারুফ, মোহরা দায়রা শাখার সদস্য সেকান্দর,মোহাম্মদ জব্বার, মোহাম্মদ সাহেদ,মোহাম্মদ সোহেল,মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দৌলতের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন শাহ্ এমদাদীয়া হাটহাজারী উপজেলার দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন হোসেন,বিশেষ বক্তা ছিলে ন মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা ইয়াকুব হোসেন।
এছাড়াও এসময় সংগঠনের সভাপতি আমিনুর রহমান বুলু, গণসংযোগ ও প্রচার সম্পাদ,মিনহাজ,দপ্তর সম্পাদক, তানজিম,সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ দিপু,শাহ্ এমদাদীয়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,এমএসএফ এর সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।