প্রথম বাংলা – ময়মনসিংহ সদর উপজেলার ৪নং-পরানগঞ্জ ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলছে রমরমা কড়ি দিয়ে জুয়ার আসর পরানগঞ্জের বীর বওলা রব্বানীর বাড়ির পিছনে
একটি স্পটে দীর্ঘদিন ধরে দিবারাত্রি চলছে রমরমা এই জুয়া খেলা।এলাকাবাসীর অভিযোগ জুয়ার আসর গুলোকে কেন্দ্র করে মাদক সিন্ডিকেট সহ বিভিন্ন অপরাধীদের দৌরাত্ন চলছে।
অভিযোগ রয়েছে এলাকার প্রভাবশালী একটি চক্র এসব জুয়ার আসর চালাচ্ছে বলে সুত্র জানায়,এলাকার সাধারণ মানুষ জুয়া খেলার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না।এ বিষয়ে এলাকাবাসী জানায় প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই জুয়ার আসর। এলাকাবাসী অনেকে জানান বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ি এসে জুয়া খেলছে জুয়ার আসরে অপরাধী দের আড্ডা বাড়ছে।
জুয়াড়ীদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ চান চরাঞ্চলের সচেতন মহল।