নূর মোহাম্মদঃ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারী দের আক্রোশের শিকার হয়ে লক্ষ্মীপুরে ঐতিহ্য বাহী সাই ফিয়া দরবার শরীফ ও তার আওতা ধীন প্রতিষ্ঠান গুলো অন্ধকারে।এতিমখানার শিশু,আলিম মাদ্রা সার শিক্ষক ছাত্র-ছাত্রী,দর বার শরীফে আগত সেবা প্রত্যাশী,বসতবাড়ির নারী শিশু,পোল্ট্রি ফার্ম,ডেইরী ফার্ম,মসজিদের মুসল্লীসহ সবাই বিদ্যুতের অভাবে কষ্ট পাচ্ছে।
১ লা নভেম্বর মঙ্গলবার,দরবার শরীফের নির্দিষ্ট পার্কিং স্থানে মোটরসাইকেল না রেখে নিরাপত্তা কর্মীদের অনুরোধকে তুচ্ছ করে দরবার শরীফের ভিতরে মোটরসাইকেল নিয়ে ডুকে পড়ে বিদ্যু তের মিটার রিডার ও এজিএম সদস্য এলমান শাহ।
এসময় নিরাপত্তা কর্মীদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে তারা পুলিশকে খবর দেয়।সৃষ্ট ঘটনায় দরবার শরীফের আলিয়া মাদ্রাসায় উভয় পক্ষের সাথে বৈঠক করে পুলিশের এস আই মোবারক।
এতে নিরাপত্তা কর্মীরা দুঃখ প্রকাশ করেন এবং বিদ্যুৎকর্মীদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ভুল বুঝাবুঝি হবেনা বলে অঙ্গীকার করেন।
তারপরও আক্রোশের বশবতী হয়ে দরবার শরী ফ ও তৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা।লক্ষ্মীপুরে বিদ্যুৎ কর্মীদের দূর্ব্যবহার পুরনো।অনৈতিক অর্থদাবী, মানুষকে হয়রানি, সংযোগ প্রদানে অতিরিক্ত অর্থ আদায় তাদের নিত্তনৈমিত্তিক ঘটনা।পল্লীবিদ্যুতের খামখেয়ালিপনায় মানুষের মৃত্যুর ঘটনারও বিস্তর অভিযোগ রয়েছে।
কথায় কথায় মানুষকে ডিসি, এসপির ভয় দেখিয়ে তারা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের জি এম বলেন, ডিসি মহোদয়ের নির্দেশে দরবার শরীফের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তিনি নির্দেশ দিলে আবারও সংযোগ দেয়া হবে।