নূর মোহাম্মদঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নং পার্বতী নগর ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কর্মীসভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ০২ আসনের সাংসদ এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, আওয়ামীলীগ নেতা ও পিপি এড জসিম উদ্দিন, আঃ মতলব, এড রাসেল মাহমুদ মান্না সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি এড, শেখ জামান রিপন, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, রাকিব হোসেন লোটাস ও বর্তমান সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়াসহ প্রমুখ।
সভা শেষে বুলবুল আহমেদ বাবুকে আহ্বায়ক ও রোকন ভুঁইয়া,রাফসান রাপ্পিকে যুগ্নআহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক মনোনীত হয়ে বুলবুল আহমেদ বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনের নেতৃত্ব পেয়ে আমি ধন্য। কাজের মাধ্যমে আমি আমার যোগ্যতার প্রমান দিবো। আমাকে নেতৃত্ব দেয়ার সুযোগ করে দেয়ার জন্য জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।