প্রথম বাংলা – পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ৩ প্রকৌশলীসহ ৫ জনকে দুর্নীতির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে।
সোমবার তাদের বরখাস্ত করা হয় – বরখাস্তরা হলেন- জেলা হিসার রক্ষণ কর্মকর্তা একেএম মো. মোজাম্মেল খান, জেলার সদর উপজেলা সাবেক প্রকৌশলী মো. মোরশেদ সরকার, নাজিরপুর উপজেলার সাবেক প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, জেলার ভান্ডারিয়া উপজেলার সাবেক প্রকৌশলী মো. বদরুল আলম ও জেলার নেছারাবাদ উপজেলার প্রকৌশলী অফিসের সার্ভেয়ার মো. রিপন হাওলাদার।
জানা গেছে, বরখাস্তদের সহায়তায় গত ৫
বছরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ উন্নয়নমূলক কাজ না করে ১৬ শত কোটি টাকা লুটপাট করেন। এর আগে একই অভিযোগে এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. সত্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাসহ বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
জেলার নাজিরপুরের সাবেক প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে স্থানীয়রা একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
জানা যায় এলজিইডির যে সকল বিভাগে দুর্নীতির অভিযোগ উঠেছে তা তদন্ত করা হচ্ছে।
বেশ কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।