নিজস্ব প্রতিনিধি – বাংলাদেশ পুলিশ নারী কল্যা ণ সমিতি (পুনাক) এবং সাওল হার্ট সেন্টারের যৌথ উদ্যোগে দিন ব্যাপী সাওল বিনা তেলে রান্না প্রশিক্ষণ ও কর্ম শালা অনুষ্ঠিত হয়।
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে আজ সকাল দশ টায় রাজধানীর রমনায় পুনাক ভবনে কর্মশালা উদ্বো ধন করেন। বিশেষ অতিথি ছিলেন সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ-এর প্রতি ষ্ঠাতা কবি মোহন রায়হান। কর্মশালা উপস্থাপন করেন পুনা কের স্বাস্থ্য সম্পাদিকা ডা. প্রথমা রহ মান এবং প্রশি ক্ষণ সম্পাদিকা জীবুন নাহার। ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদিকা নাসিম আমিন।
কর্মশালায় সাওল ভারতের প্রতিষ্ঠাতা কিংবদন্তি হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় ভিডিও বক্তব্যের মাধ্যমে বিনা রিং,বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসা ও বিনা তেলে রান্নার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সাওলের ইয়োগা-মেডিটেশন ও শরীর চর্চা বিশারদ ডা. কুশল রায় ইয়োগা মেডিটেশন ও ব্যায়াম প্রশি ক্ষণ দেন। সাওলের প্রধান নির্বাহী কাজল কথা বিনা তেলে ১২ রকমের খাবার তৈরির প্রশিক্ষণ দেন।
নির্মল নিরোগ সুস্থ জীবনের জন্য কিভাবে শরী রের শ্রেষ্ঠ অঙ্গ ‘হার্ট’ সচল রেখে সুস্থ জীবন যাপন করা যায় সে লক্ষ্যে এ কর্মশালার আয়ো জন করা হয়।