খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ মার্চ গোপন সংবাদ পেয়ে জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গুচ্ছগ্রামে থানা পুলিশ ছলিম (৩৮) উদ্দিনের বাড়িতে অভিযান চালায়।অভিযানে সেখানে ছলিম উদ্দিনের বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী চৌচালা টিনের ঘরের ভিতর টেবিলের উপর হতে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে ছলিম উদ্দিনকে হাতেনাতে আটক করে থানা পুলিশ।আটকের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক কারবারী আবু বক্কর সিদ্দিক (৪২) পালিয়ে যায়।আটককৃত ছমির উদ্দিন ও পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক উপরোক্ত গ্রামের বাসিন্দা।আটককৃত ছলিম উদ্দিন ও পলাতক আবু বক্কর সিদ্দিকের নামে মামলা দিয়ে ১০ মার্চ রুজু করে ভূরুঙ্গামারী থানা।পরে আটককৃত আসামী ছলিম উদ্দিন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন ১ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছি আর এই মামলার পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে আরো ৪ টি মাদক দ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।পালিয়ে বেশী দিন থাকতে পারবে না আমাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।