প্রথম বাংলা – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয় কর্তৃক নির্মানাধীন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ পরিদর্শন করেছেন।
০১ জুন ২০২৪ তারিখ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মহোদয় সস্ত্রীক এবং হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মহোদয় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে বৃটিশ স্থাপত্যশিল্পের ঐতিহ্যের ধারক পুরাতন পুলিশ হাসপাতাল ভবনে নির্মানাধীন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ পরিদর্শন করেন। এসময় ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম(বার), পিপিএম মহোদয় ও ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম মহোদয় তাঁদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান।
বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধে ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকার উপজীব্যে গড়ে ওঠা এই জাদুঘরের ৫টি গ্যালারি ও আর্কাইভ তথা অফিস কক্ষ নিবিড় মনোযোগের সাথে পরিদর্শন করার পর মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বিশেষ সন্তুষ্টি জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশ পুলিশের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার এই ব্যতিক্রমী ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সম্মানিত পুলিশ সুপার, ময়মনসিংহ এবং এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও মাননীয় প্রধান বিচারপতি মহোদয় জাদুঘরের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সাজসজ্জা, প্রত্যেক গ্যালারিতে স্থাপিত প্রদর্শনীসমূহ, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক বিভিন্ন সংগ্রহ এবং সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।
জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শনকালে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম(সেবা) মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান ও তাঁর মূল্যবান অভিমত সাগ্রহে গ্রহণ করেন।
এ সময় মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সফরসঙ্গী হিসেবে আগত বিচার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিবির্গ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব মমতাজ পারভীন মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং জেলা ও দায়রা জজ আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য যে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় টাউন হল মিলনায়তনে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়মনসিংহ এর উচ্ছ্বসিত প্রশংসা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি মহোদয় কর্তৃক উদ্বোধনের জন্য অপেক্ষমান এই মহতী স্থাপনায় মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের এই সাগ্রহ আগমন আমাদেরকে অনুপ্রাণিত করেছে। জেলা পুলিশ, ময়মনসিংহের পক্ষ থেকে তাঁকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।