জিমাউফা আইনি সহায়তা কেন্দ্র এর মোহাম্মদপুর থানা কমিটি কর্তৃক ঈদ উপহার বিতরণ ।
বিশেষ প্রতিনিধি :
জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন (অসহায় মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র) এর মোহাম্মদপুর থানা কমিটি কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ।আজ ২০ এপ্রিল রাত ৭ ঘটিকার সময় মোহাম্মদপুর থানা কমিটি কর্তৃক ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়, ১১০ জন অসহায় ও দরিদ্র দের মধ্যে এই ঈদ সংগ্রামী বিতরণ করেন মোহাম্মদপুর থানা কমিটি কর্তৃক।
এ সময় জিমাউফার চেয়ারম্যান সাংবাদিক ও কলামিস্ট নূর হোসাইন বলেন একজন ভাল সংগঠকই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারে খুব সহজে আর তা মোহাম্মদ পুর থানা কমিটির সকলে প্রমাণ করেছেন বিশেষ করে মোহাম্মদ মিলন হোসেন কে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তিনি একটি উদ্যোগ নিয়ে যে সফলতা দেখিয়েছে এতে তার প্রতি আমি কৃতজ্ঞ, ভবিষ্যতে তার দ্বারা এরকম আরো কল্যাণমূলক কার্যক্রম হবে বলে আমি আশা করছি ।
এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি
অদ্য নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সকাল ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপার নোয়াখালী মহোদয় ধারাবাহিকভাবে এতিম,গরীব,প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এই সময় তিনি বলেন মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে সবাই উদযাপন করার উদ্দেশ্যে এতিম,গরীব,প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে হাঁসি ফোটানোর সামান্য চেষ্টা।