প্রথম বাংলা – বদলিজনিত কারণে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম এর বিদায় উপলক্ষে পিবিআই হেডকোয়ার্টার্সে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩রা অক্টোবর) বিকাল ০৩.৩০ ঘটিকায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম মহোদয় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পিবিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান এবং মিরাজ উদ্দিন আহম্মেদ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি সায়েদুর রহমান, বিশেষ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল, বিশেষ পুলিশ সুপার আহসান হাবীব পলাশ, বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) কাজী আখতার উল আলম মহোদয় গণ।
এ সময় বিদায়ী অতিথি উপস্থিত সকল কর্মকর্তার ভালবাসায় সিক্ত হন এবং সকল কর্মকর্তা তার চাকুরী জীবনসহ সার্বিক মঙ্গল কামনা করেন।