নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। নওগাঁ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সোমবার রাতে তাকে তেতুলিয়া ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে তাকে বরণ করা হয়।
তিনি রাজশাহী থেকে এসে পোরশা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত হলে তেঁতুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান শাহ্ সহ স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ তাকে বরণ করেন এবং শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ ফজলুল হক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ফারুক মিঞা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ চৌধুরী, ইউনিয়ন যুবলীগ সভাপতি কাওসার হাবিব অভি, সাধারন সম্পাদক মুনকির সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।