নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি
“নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেন।
শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলামের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সালাউদ্দিন রশিদ, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ফজলুল হক শাহ্ চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও হারুন অর রশিদ সহ ইউপি সচিব এবং গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।